আগে তবু ফুটত ফুল...
বিষাক্ত কীটের দংশন
পাপড়ি মেলার আগেই আজ
রক্তাক্ত কুঁড়ি...
নিস্তরঙ্গ নোনা জলে ভাসতে ভাসতে
জন্মলগ্নেই মৃত্যুর ঠিকানায়!
আকাশ বাতাসে অনুরণিত...
কীটেদের বিজয়োল্লাস!
বিষ ছড়ানোর আয়োজন অন্য কোথাও...আবারো!
কোথাও তখন...
কুঁড়ির অন্তিম শ্বাসটুকু বন্দীর বৃথা চেষ্টা
নির্বাক দর্শকদের হাতে ধারিত
সহস্র মোমবাতির নীরব শিখায়,
সেও আর কতক্ষণ...?


প্রতিকার নেই...করবে কে?
কয়েকটা ফুল না ফুটলে কী আর এসে গেল!
দোষ তো কুঁড়িটার ছিল...
জন্মাতে কে বলেছিল!


কীটেরা এখন রক্তবীজ...
শত শত কীট
জন্ম নেবে আবার...বার বার,
পচন ধরেছে সৃষ্টির কোষে কোষে
ধ্বংস আটকায়...সাধ্যি কার?