বন্ধ ঘরে বন্দী দশা
চারটি দেওয়াল খুব ভাবায়,
আসে না কাব্য তবুও লিখি
স্তব্ধ সময় মরণ থাবায়!
নিয়ম করেই সূর্য ওঠে
পূর্ণিমাতে চাঁদ হাসে,
অনিয়মের আঁধার শুধু
ঘনিয়ে আসে চারপাশে!
নিয়ম করে সন্ধ্যাতারা
পশ্চিমে রোজ চোখ মেলে,
ওর আলোতে আগামী সাজাই
দুর্ভাবনা সব ভুলে!
হঠাৎ হাওয়া স্তব্ধ পাতায়
সোহাগ ভরে দিলে দোলা,
অলস দুপুর শুকনো বিকেল
একটু হাসে প্রাণখোলা!
বৃষ্টি যদি দেয় ভিজিয়ে
সন্ধ্যে নামার ঠিক আগে,
স্বচ্ছ সতেজ অনুভবে
মনে আবার প্রেম জাগে!
দোয়েল চড়াই ফিঙে যদি
কার্নিশেতে যায় নেচে,
হৃদ-সায়রে আবার যেন
ঢেউয়ের 'পরে ঢেউ সাজে!
এমনি করেই সূর্য আবার
আরেকটা দিন যায় দিয়ে,
বাঁচতে হবেই তাইতো বাঁচি
প্রাপ্তি সুখের পরশ নিয়ে!