যার জন্যে জীবন সেদিন পেল ধড়ে প্রাণ
অবলীলায় ভুলছে মানুষ তারই অবদান!
লোভের বশে করছে উজাড় সতেজ বনভূমি
কেমন করে বোঝাই বলো সবুজ কতো দামী!
ইট পাথরের স্তূপের নীচে হারিয়ে গেছে হুঁশ
কোথায় পাব শুদ্ধ বাতাস বলছে যে ফুসফুস!
গলছে বরফ ফাটছে মাটি হাসছে উষ্ণায়ন
হারিয়েছে ঘর অবলা বন্য ভাসায় দু'নয়ন!
ভিক্ষে চাইছে পশুপাখি চেতনারই দ্বারে...
দোহাই তোমার বাঁচতে দাওনা এবার জীবনটারে!