তোর অবয়বের পরতে পরতে
আমার হৃদয় উৎসারিত ভালোবাসার নির্যাস,
প্রতি পলে সাজাই তোকে
বর্ণিল স্বপ্ন চোখে...
অন্তরে কোথায় যেন
সত্যসুন্দরের আশ্বাস!
নিখাদ ভালোবাসার আচ্ছাদন
সেতো,তোকে বাঁধব বলে নয় আজীবন!


কে যেন বলেছিল...
"ভালোবাসাকে বেঁধে রাখতে নেই
খোলা আকাশে উড়িয়ে দিতে হয়
যাতে সে অনেকটা জায়গা নিয়ে
নিজেকে মেলে ধরতে পারে"!


আমিও বাঁধিনি তোকে...
ভালোবাসার প্রতিফলন
দেখি যখন ওদের চোখে,
চৈত্রেও বসন্ত ফুল জীর্ণ শুকনো শাখে!
তবু ভয় হয়...
যখন দেখি,তুই ছল কপটের ছত্রছায়ায়!
না,এ আমার মায়া নয়
সুন্দরকে তো সত্যের পথেই মানায়!


তবুও বাঁধি না তোকে...
ভালোবাসার প্রতিচ্ছবি চোখে চোখে,
যেখানেই থাকিস ভালো থাকিস
ভালোবাসার স্নিগ্ধ পরশে করিস হৃদয় জয়!
না,এ আমার কামনা নয়....
ভালোবাসাকে যে এভাবেই ছড়িয়ে দিতে হয়
সে যে বাঁধনে বাঁধবার নয়....!


(নিজের লেখা যখন অন্য কেউ নিজের বলে চালিয়ে যায় আর প্রশংসা কুড়োয় তখন এমনটাই অনুভূত হয়...চিহ্নিত লাইনগুলো একটি বাংলা চলচিত্রে শুনেছিলাম)