আজ জন্মদিন....মনে পড়ে যায় আবারো
জমেছে হাজার ঋণ!
ঋণ..মা-বাবার কাছে,ঋণ..পৃথিবীর কাছে
আত্মীয় পরিজন...পরম বন্ধু যারা
গাছের পাতা,এক বিন্দু জল
সবাই আমায় ঋণী করে প্রতিক্ষণ প্রতি পল,
এর কোনোটাই শোধ হওয়ার নয়!
শুভেচ্ছা বার্তার ডালি সাজিয়ে
নতুন ভোর যখন দরজায়,ভীষণ জানতে ইচ্ছে করে
পৃথিবী আমার কাছে আসলে কী চায়?
একটা জীবন শুরু থেকে শেষ
শুধুমাত্র রক্ত মাংসের উষ্ণতার জন্য,ভাবতে কষ্ট হয়!
এই তো ক্ষণিকের জীবন...বলা হলেও
সময়টা নেহাতই কম নয়!
প্রতিদিন খুঁজি....অলি-গলি চোরাগলি,এখনও শূন্য ডালি
দিতে চাই আমিও,দু'হাত ভরে!
যে মাটি আমায় আঁকড়ে রাখে খুব যত্ন করে
ফিরতে চাই আরও একবার বৃহত্তর স্বার্থে
রক্ত মাংসের একঘেয়ে গল্পের উর্দ্ধে
যদিও সে হয় জন্মান্তরে!


বাড়ছে কেবলই ঋণ,অসহায় মন ডুকরে ওঠে...
কেন আমি এতো দীন?