তোমরা বোঝাও,জীবন মানে
পরতে পরতে সাজানো গোছানো
অভিনব এক শিল্প,
আমি বুঝি...গন্ডি পেরিয়ে
সীমানা ছাড়িয়ে নকশী কাঁথার গল্প,
বেহিসাবী অবগুন্ঠন তবু
হিসেব অল্পসল্প!


তোমরা শেখাও...
আবেগী ঘোড়া যতোই ছুটুক
শক্ত হাতে ধরো লাগাম,
আমি শিখি,জীবন মানে
আপন ঢঙে বয়ে চলা
অবাধ্য এক নদীর নাম!


তোমরা বোঝাও...জীবন মানে
অংক কষা,হিসেবী করপুট,
আমি বুঝি,বেহিসাবী অমোঘ টানে
বেহায়া দামাল ছুট্!