আমার বেলা যখন শেষবেলায়
কে যেন ডাকল পিছু এই অবেলায়....
এসো আজ প্রাণ ভরে করি আলোক স্নান!


সূর্য চলেছে পাটে
নোঙর বাঁধা নৌকো আছে ঘাটে
সময় এখন আঁধারের...
আলোর নয় গো মোটে!


দূর থেকে ভেসে আসে শঙ্খের সুর
ঘরে ঘরে তুলসীতলায়
জ্বলে ওঠে সাঁঝবাতি!
ধূলোমাখা সেই চেনা সংগ্রামী মন
প্রদীপের শিখায় খোঁজে...দিব্যজ্যোতি!