আমার আছে ইচ্ছেডানা
ভাবতে কি আর আছে মানা!
যখন যেথায় যেমন খুশী
মেলব ডানা দিবানিশি!
হারাব সুদূর আকাশনীলে
মেঘের ভেলায় ভাসব দুলে!
মধুর টানে অলির দলে
পরম সুখে উড়ব ফুলে!
বলবে আমায় প্রজাপতি
চলনা উডি্ এতি উতি!
বলবে জোনাক চলনারে ভাই
আঁধার পথে আলো জ্বালাই!


টুকরো খুশী টুকরো মজা
মনের মতো মনকে বোঝা!
জানব আমি সব অজানা
চিনব আমি সব অচেনা!
খুঁজব আমি সেই ঠিকানা
যেথায় কভু মন ভেজে না!
থাকনা হাজার নিষেধ মানা
আমার আছে ইচ্ছেডানা,
ভাবতে কি আর আছে মানা!