কৃষ্ণেন্দু,ভালো আছো?
মনে পড়ে সেই শ্যামলা গড়ন,কাজল নয়ন?
কথা ছিলো একসাথে হেঁটে যাবে ছায়াপথ
হারিয়ে যাবে নিরুদ্দেশের ঠিকানায়!
ভীষণ অবাক হয়েছিলাম সেই দিনটিতে,
পরিহাস করেছিলাম নিজের নির্বুদ্ধিতাকে!
খুব ইচ্ছে করে জানো একটিবার ঘুরে আসি
তোমার সুখের ঠিকানায়,
না! না! তোমার সুখের অংশীদার হতে নয়!
যাবার বেলায় নিজের অজান্তেই
কিছু উপহার দিয়েছিলে আমায় -
এই যেমন ধরো, বেশ কয়েকটা বিনিদ্র অভিমানী রাত,
অবহেলার গ্লানি,চিলেকোঠার ভেজা একাকীত্ব!
ভগ্যিস দিয়েছিলে এসব,
হারিয়ে যাইনি আমি,অবশ্য জানিনা
হারালেই তুমি বেশি খুশি হতে কিনা!
খুঁজেছি...অনেক খুঁজেছি...
পেয়েছি আমার আমিকে!
নবরূপে আবিষ্কৃত হয়েছি বাস্তবের ওলি গলিতে,
সমাজের বুকে আজ আমি সুপ্রতিষ্ঠিত নারীসত্বা!
তুমিই বুঝিয়েছো আমায় অমূল্য এই জীবনের মূল্য,
মরীচিকার মিথ্যে আশ্বাসে বিশ্বাস হারাতে
তুমিই তো শেখালে আমায়!
শিখিয়েছো তুমিই আমায় চেনার মাঝে অচেনাকে চিনে নিতে!
অকৃতজ্ঞ নই আমি -
টুকরো টুকরো ধন্যবাদ ও কৃতজ্ঞতা
ছড়িয়ে দিতে চাই তোমার পায়ে পায়ে,
অপেক্ষা শুধু সময়ের!