যা কিছু আমার লাগছে ভালো
তোমার কাছে তা নয়,
লাগছে তোমার যা কিছু ভালো
সবই কি ভালো হয়?
আমার কাছে যা লাগছে সঠিক
তোমার কাছে তা ভুল,
কী করে যে তুমি বলছ সঠিক
ভেবেই পাইনা কূল!
দিব্যি কখনও ভাবনারা সব
মিলেমিশে একাকার,
অমিলের ঝড়ে কখনও জীবনে
মিল খুঁজে পাওয়া ভার!


হিসেব মেলাতে বার বার তবু
তোমাকেই শেষে চাই,
হাজার অমিলে কোথায় যেন
মিল খুঁজে ঠিক পাই!
আমার বিচারে ভরসা অগাধ
দেখেছি তোমারও চোখে,
দম্ভ অহম বিরাজে সদাই,
তাই সে আড়ালে থাকে!
হাজার অমিলে তবুও দু'জনে
মিল খুঁজি ইশারায়,
মতামতগুলো বোঝাপড়া শেষে
মিল হয়ে ধরা দেয়!