বটের মতো ছায়াশীতল আশ্রয় নই
"....এক পায়ে দাঁড়িয়ে
সব গাছ ছাড়িয়ে"
'কালো মেঘ ফুঁড়ে' আকাশ ছোঁব
সে সাধ্য নেই!
পাছে সীমা লঙ্ঘিত না হয়
প্রয়োজন মতো ডালপালা ছেঁটে
দেওয়া হয় যত্ন সহকারে,
সাধ্যের বাইরে অসাধ্য সাধনকে
সাধের সঙ্গে গুলিয়ে ফেলি না!
শুরু থেকে শেষ আমি আছি
মাটির কাছাকাছি,
ছোট্ট পরিধিতে মেলে ধরা ডালপালাকে
ডানা ভেবে ভুল করি না...
ব্যথা ভুলে ঠিক আগের মতোই
গুল্ম হয়ে বাঁচি!