রাত ছুঁয়ে ছুঁয়ে ভোরের আদলে
ক্যানভাসে রঙ ছড়াই,
মন বলে আজ সবুজ-নীলে
চল না একটু হারাই!
একটু হাসি টুকরো খুশি
আনবে জোয়ার বানভাসি,
বন্ধু হবে পাখপাখালি,
চলবে নদী পাশাপাশি!
দূর সাগরের নীল সীমানায়
ভাবনা ওড়ে মুক্ত ডানায়,
আটপৌরে সেই তো চেনা
হারাবো আজ ঐ অচেনায়!


নিত্য হারাই সময় ভিড়ে
সেই তো ফেরা একলা নীড়ে,
আনবো যে আজ ভোরের আলো
নিকষ রাতের আঁধার চিরে!