যে পথ মিশেছিল অজানার পথে
দিয়েছিলাম পাড়ি হাত রেখে অচেনার হাতে।
ভাবিনি কী আছে পথের শেষে
শুধু হাতটা ছাড়িনি অগাধ বিশ্বাসে।
যেতে যেতে পথে খেয়েছি হোঁচট
সয়েছি কখনো ঝড়ের দাপট
সুখে দুঃখে দৃষ্টির অলক্ষ্যে
মন ছিল শুধু মনের সাথে।
পাতা ঝরা দিন কিংবা বসন্ত
ঝরে যাওয়া ফুল অগোছালো ভুল
তবু সেই হাত দেখি এই হাতে।
কখনো হেসেছি খুব কাছাকাছি
কখনো কেঁদেছি কিছুটা তফাতে,
যখনই সাজাই ফুলে ফুলদানি...
হয়তো জীবন হতো না এমনি
বলতো না এমন করে বোবা লেখনী
যদি না রাখতাম এই হাত বিশ্বাসে ওই হাতে।
এখনও যে পথ ঢের আছে বাকি
আসুক না ঝড় কালবৈশাখী
পোড় খাওয়া বট থাকবে অটুট
পথের টানে ফেলব যে পা আবারো একসাথে।