জানি...
আমারই হাত ধরে তোমার
বিষাদসিন্ধু দর্শন!
কুড়িয়ে নিয়েছিলে বেশ কিছু বিষাদ মুক্তো,
তুমি ক্ষমাসুন্দর....
অলক্ষ্যে ঝরাও সেই মুক্তো দানা!


একটিও পড়তে দিই না মাটিতে
বন্দী করি ওদের আমার অক্ষিকোটরে...
তোমার অলক্ষ্যে!
ওরা যে মুক্তি চায়
প্রতিদিন আমায় কুরে কুরে খায়...!


আমি বলি...
যেদিন তোদের মিলিয়ে দেব
তোমার ঠোঁটের মুক্তো ঝরানো হাসিতে,
মুক্তির স্বাদ অন্য কোথাও অন্য কারও...
তোদের সাথে...বাঁধা পড়ে গেছে
টূকরো টূকরো খুশিতে!