শৃঙ্খলিত জীবন....
পায়ের মলে শৃঙ্খলের ঝনঝন,
উদাসীন ফাঁক গলে
বিশৃঙ্খল হতে চায় মন...
কী যে করি তখন!
পিছু ডাকে....
আলগোছে তুলে রাখা পরিপাটি
গোছানো কারণ!
বলে...
কবে যে বুঝবে তুমি
টুকরো টুকরো সময়ের দাম,
আবেগ তাড়িত বিশৃঙ্খলার পরিণাম!


অতএব....শৃঙ্খলাবদ্ধ
সাধ্যের অতীত দুঃসাধ্য,
ভীষণ চেনা শব্দটা...ঝনঝন
বাজে সারাক্ষণ,
বাধ্য মন সুরেলা তখন!


মেক-আপ টা চড়া হলে ভালো হয়
ধুলোমাখা কথা কিছু আজও লেগে আয়নায়!
আয়নাটা মাঝে মাঝেই ঝাপসা দেখায়...
ওরে ও রাণী-
তোকে নিয়ে আমার যে নিত্য হয়রানি!
বলেছি তো কতোবার...
আয়নাটা ঝকঝকে হওয়া দরকার!


মুছেছি তো....কতোবার!
বৌদিমণি....
তোমার চোখে কি কিছু পড়েছে?
কই না তো!
মনে হয়...কিছু যেন  পুড়ছে
চোখ দুটো তাই বুঝি জ্বলছে!
সময় যে মিছে বয়ে যাচ্ছে...
দেখতো গিয়ে
সায়ন বুঝি দরজায় কড়া নাড়ছে...!


copy right 21/11/17 MMG