কবিতা তো বলেনি কখনও,নিয়ে যাবে বহুদূর
সানন্দে ধরেছি হাত...এগিয়ে চলেছি
ঠিকানা...অনন্ত,দূরে কোথাও মোহন বাঁশির সুর!
সাজানো বাগান তো নেই যে
তুলে নেব সাজি ভরে ফুল,
এও তো জানিনা কীভাবে চলতে হয় পথ...নির্ভুল!
আলগা মুঠোয় ভরসা তবু
পথের ধূলায় কুড়িয়ে পাওয়া,কিছু ঝরা বকুল!
দিব্যি তো কেউ দেয় নি....
প্রত্যয়ী মন জানতে চায় তবু আপ্রাণ
কীভাবে পাথরেও জাগে প্রাণ?