অর্থ নেই...গরীব বলে হয়তো মানও নেই
কথাটা বোধকরি হবে, মান থাকতে নেই
চালচুলো যৎসামান্য
অতি ক্ষুদ্র আয়োজনে উতরে যায় নিত্য প্রয়োজন
আধপেটা আহার আর মুখে সদা হাসি
দুঃখকে ছাপিয়ে যেন আনন্দ বানভাসি।
লোকটাকে কারো কাছে হাত পাততে দেখিনি কখনো!
অবিশ্বাস্যভাবে কন্ঠে ঝরে কবিগুরুর সুর
যেন উদাত্ত আহ্বান...এসো এখানে জীবন ভরপুর!
ছেঁড়া কাপড় এলোমেলো চুল এক গাল কাচা পাকা দাড়ি
গান গেয়ে চলে রুজি
রং নেই তবু জীবন রংবাহারি।
কোনো একদিন দেখেছি আমিও তাকে...
অভাগী মা যে নাকি ফুটপাতে থাকে
ক্ষিদের জ্বালায় কাঁদছিল দুধের শিশু
তুলে দিয়েছিল তার হাতে কিছু টাকা
জল দিয়েছিল অসুস্থ ভিখিরীকে
পথের পাশে যে ছিল সেদিন পিপাসু।
প্রতিকূলতায় বাঁচতে শেখায় অনুকূল অনুভব
অর্থ...সেতো প্রয়োজন তবে নয়তো জীবনে সব
বাঁচতে শেখায় সেই মানুষটা,যার
আত্মসম্মান ঠোঁটের হাসি...অমূল্য বৈভব!