কখনো তো কার্পণ্য করিনি...
সৃষ্টির আদি থেকে উজার করে ঢেলেছি রঙ,
কৃষ্ণচূড়া শিমুল পলাশ
সাধ্যমতো মিটিয়ে এসেছে
সৃষ্টির রঙিন হওয়ার আশ!
আজ কেন তবে রঙ হারিয়ে মানবতা
প্রায় বর্ণহীন....
রঙে কি আমার পড়েছে ভাটা?
খেলছে তবে মানুষ কেন রক্তহোলি
দিচ্ছে নিষ্পাপ শিশুর বলি
রক্তলালে চাইছে হতে রঙিন?
যন্ত্রণায় কাতর আমার হৃদয়
যখন দেখে...
সমস্ত রঙ শুধু কবির কলমে বাঁধা পড়ে রয়!
আমি তো রাঙাতে চেয়েছি মানব হৃদয় বার বার,
ভরাতে চেয়েছি চেতনার ঘর
স্বপ্ন রঙিন ছটায়!
হেরে গেছে পলাশ কৃষ্ণচূড়া
পারিনি গো আমি রাঙাতে....
তাই বুঝি আজ মানুষগুলো
মাখছে গায়ে রক্তলাল...খামখেয়ালে দুহাতে!
রঙিন যে আজ পাপ ও পাপী নিষ্পাপেরা বর্ণহীন,
রিক্ত শূন্য বেদন সুরে বাজছে আমার হৃদয়বীণ!
তোমরা আজ শিখেছ নিষ্ঠুর হতে
ডেকো না আমায় আর ঋতুরাজ,
কাঁটার মতো বিঁধছে আমায়
তোমাদের দেওয়া মেকী তাজ!