এলোমেলো পথ বুকেতে শপথ
বয়ে চলি নিরবধি,
একলা আপন ফেরারী মন
চলেছি আমি 'নদী'!
দূর পাহাড়ের হৃদয় ছুঁয়ে
সেই তো প্রথম চলা,
শান্ত ধারায় অনেকটা পথ
কখনো বা চঞ্চলা!
ধূ ধূ প্রান্তর বনানী সবুজ
চলার পথে সাথী,
ব্যথা যদি পাও ও মনে কখনো
হতে পারি সমব্যথী!
বন্ধু ভেবে শুনতে পারি
তোমার মনের কথা,
হৃদয়ের ঘরে মুক্তির খোঁজে
ভালোবাসা না কি ব্যথা?
ভাসিয়ে দিও ভাঙা তরী
অবাধ স্রোতের বুকে,
পৌঁছে দেব সুখ-দরিয়ায়
দূর মোহনার ডাকে!