বিকেল শুরুর শান্ত শহর...
গা বেয়ে নামছে বর্ষা...
ফুচকাতে আর পাপড়ি চাটে জাগছে প্রেমের ভরসা।
বোবা ক্যানভাস ভেজা রিক্সা আমার তুলির টান
দিগন্তের ওই আবীর লালে হলদে পাখির ইচ্ছে ডানায় ভাঙা স্বপ্ন দিচ্ছে আবার স্বপ্নের উড়ান।
এক হাঁটু জল দামাল ছেলে মেঘেরা দল ছুট
খোলা জানালায় বৃষ্টি ভরায় ষোড়শীর করপুট।
কাক ভেজা এক অফিস ফেরত শহুরে গলিপথ
কচিকাঁচা দল ছুটির ঘন্টা
ভেজা শালিখের অবাধ ডানায় ইচ্ছে পূরণের শপথ।
সময়ের আগে নামছে সন্ধ্যে
আলো আঁকে জলছবি,
যুবকের দল ভিজছে বেহুঁশ কী যেন রেখেছে দাবী।
চপ বেগুনী আরও কত কী রকমারি তেলেভাজা
মাঝবয়সী ফিরছে ঘরে,জানে মুড়িতে আসল মজা।
বৃষ্টি নামলে চেনা শহর আর জল টুপ টুপ ছন্দ
সিক্ত পাতা কবিতা জন্ম
ভেজে চুপকথা প্রাণপন ভেজে ভালো থাকা আনন্দ।