সবাই ভেবেছিল ওটা মুক্তোদানা...
একদিন প্রমাণিত হবেই!
যত্ন করে তুলে রেখেছিল
আঁচড়টিও লাগতে দেয়নি কখনো!
সময়ের মূল্যায়ণে আজ সে
মালা থেকে ছিঁড়ে যাওয়া মামুলি পুঁতি!
যথারীতি পথের ধূলায়
সে এখন লুটোপুটি খায়
থাকে অপেক্ষায়...
পথচারীদের পায়ে পায়ে
যদি কোনোদিন পৌঁছে যায়
কোনো এক বহমান নদীর ঠিকানায়,
এরপর মোহনায়
তারপর সাগর সীমানায়,
নিমজ্জিত হবে চিরশান্তির অনন্ত ঘুমে...
কালের বিছানায়!


দুঃখ শুধু একটাই...
ছুঁড়ে ফেলার আগে একটিবারও কেউ ভাবল না
দামী অলঙ্কার না হলেও
একটি সুন্দর মালার গাঁথুনিতে
তাকে স্থান দেওয়া যেতেই পারত!