কোনো একদিন বৃষ্টি নামার পরে
পথ হারাব পথের বাঁকে
ফিরব না আর ঘরে।
ভিজব তেমন ইচ্ছেমতোন
যেমন ভেজে পাতা
মনের কথায় ভরিয়ে দেব
কবিতার ওই খাতা।
কালো মেঘের আঁচল পাতা
সিক্ত উঠোন জুড়ে
বাজবে যে বীণ সেই পুরোনো
মধুর স্মৃতির সুরে।
জল থৈ থৈ শ্রাবণ অথৈ
মেলব ইচ্ছে ডানা
মানব না আর নিষেধ মানা
পেরোবো সীমানা।