ছুটেছি কখনো চাঁদের পাহাড়ে
কখনো বাগানে রঙ বাহারে,
দৃষ্টি কখনো সীমানা ছাড়িয়ে
কখনো বা মন আবেগে জড়িয়ে!
দিনভর ঘুরে ফিরি...
শ্বাসেতে দীর্ঘ রাত্রি ভরি,
কবিতার দেখা মেলে না...
ভাবনাগুলো আলসেমি করে
ক্যানভাসে রঙ ঢালে না!
শব্দ কিছু জুটিয়ে এনে
যদিও বা গাঁথি মালা,
পরাব বলে বয়ে যায় বেলা
কবিতা যে খেলে মরীচিকা খেলা!
ভাবি কবিতাকে ভুলে যাব তবু
ভুলতে এ মন চায় না,
শব্দের জালে ছেদ থেকে যায়
কবিতা যে ধরা দেয় না!