দিন বদলের প্রয়াস নেই
দেখার বাইরে বুঝতে নেই
সিলেবাস মুখস্থ করে এগিয়ে চলাতেই স্বাচ্ছন্দ্য!
প্রতিবাদে ভরসা নেই
তবু সহ্যের সীমা লঙ্ঘিত হলে
প্রতিবাদের আগুনে ঝাঁপ দিতে ভীষণ ইচ্ছে হয়
ভয়ে সিঁটিয়ে আসাটা সহজাত অভ্যেস
পরিবার নিয়ে বাঁচতে হবে তো!
ট্রামে বাসে বাদুড়-ঝোলা
বেলাশেষে ক্লান্তির ঘাম যদি মোছে
কোনো মমতার আঁচল,
মোটা ভাত কাপড়...যথেষ্ট!
আমোদের রিমোট ঘুরিয়ে দিব্যি কাটে অবসর
চোখ কান মুখ যত বন্ধ থাকে ততই মঙ্গল!
যখনই কোনো পিপীলিকার পাখা ওঠে
সে কীসের জন্য তা সবাই জানে,
তাই...চুপ,চলুক যেমন চলছে
সময়ের ওপর ভরসাতেই
বরাবরের ভরসা!