জোছনা মেখে চাঁদ যখন
বালুকার চরে লুটৌপুটি খায়...
কখনো বা ঝিলের জলে ঝিলমিলিয়ে যায়,  
স্নিগ্ধ শীতল আলোর স্পর্শে    
মন মাতাল করায়....
মায়াবী রাতের আকাশে চাঁদ....স্বমহিমায়,  
সূর্যের কথা তখন কারও কি মনে হয়?
নতুন দিনের আলোর খোঁজে অধীর নয়ন
পূবের ওই আকাশ পানে পথ চেয়ে রয়...
ভোরের অপেক্ষায়!