মেঘের কোলে চাঁদ হেসেছে প্রেম এসেছে জুটি,
আজ দুটি মন আনন্দেতে করছে যে খুনসুটি!
করবে কী যে ভেবে না পায়
পথ ভুলে যে কোন দিকে যায়,
কোন অজানা বলছে ডেকে, আয়না তোরা ছুটি!
ফুলডোরে ঝুলনা বেঁধে ওই দুটি মন দোলে,
মেঘের ভেলায় স্বপ্ন যতো চলছে দুলে দুলে!
যেন রাধার সঙ্গে কানু
পরম সুখে বাজায় বেণু,
দুলিয়ে বেণী রাই আজানু,হেসেই লুটোপুটি!



(আজ একটু অন্য প্রচেষ্টা...
সবার জানা সবার প্রিয় বিশ্ববরেণ্য কবির ভীষণ প্রিয় কবিতার আঙ্গিকে আমার অতি ক্ষুদ্র প্রচেষ্টা)