ভাঙা কলম ছেঁড়া পাতা,
আর আছে...কেউ শোনেনি
জানি কেউ শুনবেও না
এলোমেলো এমন কিছু কথা
অধ্যুষিত ক্ষয়িষ্ণু সময় জুড়ে,
প্রতিটি কোষে জমেছে শুধুই ব্যথা!


বদলাতে হবে প্রতিবাদের ভাষা...
না না!
প্রতিবাদে নয়,প্রতিরোধেই এখন...ভরসা!
মুছে যাবে রঙ কালো...
জ্বালিয়ে দেবে যখন ওরা
শ'য়ে শ'য়ে কৃত্রিম আলো!
দপ্ করে নিভে যাবে
মোমবাতির নীরব শিখা...
দমকা অশুভ ঝড়ে...আবার!


সে অর্থে সাহসী নই....
সময় এসেছে সময়কে শাসন করবার,
প্রত্যয়ের দীপে দান করেছি শিখা
সঞ্চয় করে রাখি সাহস তাতে...
একটু একটু করে প্রতিরাতে!
শিখার চোখে রাখি চোখ...
প্রতিরোধের হাতছানি সেখানে...অমোঘ!


সময় হয়েছে এবার...
পদ্মাসনা লক্ষ্মী থেকে
সিংহ বাহিনী দুর্গা হয়ে উঠবার!
নিঃসঙ্কোচে ধরতে হবে এবার...
হাতিয়ার!