মানবতা কোনো পৃথক অস্তিত্ব নয়...
বাস তার মানব হদয়,
চেতনা যখন অবচেতন ঘরে
মানবতা ঘুমিয়ে রয়!
মানবতা কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়...
চুরি গেছে কিংবা হারিয়েছে মানবতা
এসব তো শুধুই কাব্যকথা!
লোভ হিংসা কামনা বাসনার
ঘেরাটোপে যে হৃদয়,
একা লড়ে জিতবে সে,তা কি কখনো হয়
স্বভাবে সে যে  কোমল বড়ো হয়!
এসো না আজ হাতে রাখি হাত...সবাই মিলে,
উদিত হবেই চেতনা
অবচেতনের দ্বার ভেঙে দিলে!
জাগবেই আবার মানবতা...
ধূলিলুন্ঠিত হবে লোভ হিংসা কামনা,
দৃপ্ত কন্ঠে বলবে সে...
ঘুমিয়েছি অনেক...আর না!
জঞ্জাল মুক্ত হবে যেদিন প্রতিটি মানব হৃদয়
এক সুরে জগৎ...
জয় মানবতার জয়!