চলো ঘুরে আসি...
পাহাড় পেরিয়ে সবুজ ছাড়িয়ে
যেখানে আকাশ একলা দাঁড়িয়ে!
কতদিন হাঁটা হয়নি...
পাতা ঝরা ছায়াপথে
কতদিন হয়নি রাখা হাতখানি ওই হাতে!
কতদিন হয়নি শোনা জলের ছলাৎ ছল
চলো জিজ্ঞেস করি...
নদী তুই কেমন আছিস বল?
কতদিন হয়নি দেখা...
মেঘের পালক ছুঁয়ে মুক্ত বিহঙ্গদের ওড়া
নীলের বুকে বনের পাখি কেমন বাঁধন ছাড়া!
ঢেউগুলো কি ঠিক তেমনই একলা বালুচরে...
রাঙিয়ে দিয়ে যায় গোধূলি?
খুব জানতে ইচ্ছে করে!


চলো আর নয় দেরী...
ভাঙব এবার বেড়ি,হারিয়ে যাব ইচ্ছেমতো
শ্বাস নেব প্রাণ ভরে,
দেখা হবে তোমার আমার
সুদূর অচিনপুরে!