মাতাল হাওয়া দিচ্ছে দোলা এই প্রাণে
মন হারিয়ে যাচ্ছে কোথায় কে জানে!
বেশতো লাগে দূর অজানার হাতছানি
পরীর দেশে স্বপ্ন সুখের জাল বুনি!
চঞ্চলা মন অবাধ্য হয় ঠিক তখন
বাতাস আনে ওই সুদূরের ডাক যখন!
আকাশ আমায় ডাকছে যেন আয় ছুটে
প্রাণ ভরে আজ স্বাদ জীবনের নে লুটে!
ফুল বলে আজ আয় না তোকে রঙ দেব
মেঘ বলে আয় অচিনপুরে হারিয়ে যাব!
নিষেধ মানার বাঁধন যে আজ যায় টুটে
অবাধ্য মন নিরুদ্দেশে যায় ছুটে!