মুমূর্ষু রোগী,পাঞ্জা লড়ছে মৃত্যুর সঙ্গে
রক্ত চাই,তাহলে বুঝি এবারের মতো
প্রাণটা বেঁচে যায়!
পরীক্ষায় উত্তীর্ণ হওয়া রক্ত এলো ব্লাড ব্যাঙ্ক থেকে!
রঙটা তো ঠিকই আছে,সেই চেনা লাল!
গ্রুপ -O নেগেটিভ!
তাহলে আর দেরী কেন?
পাশ থেকে কে যেন চেঁচিয়ে উঠল...দাঁড়াও দাঁড়াও!
রোগী তো হিন্দু....রক্তের জাত পরীক্ষা হয়েছে কি?
হিন্দু? মুসলিম? খ্রীষ্টান? নাকি বৌদ্ধ?
একই সুরে গাইল আরো একজন, তাইতো
এটা তো ভেবে দেখিনি আগে!
তবে সেটা জানার তো নেই কোনো উপায়....
রক্ত না পেলে যে আবার প্রাণটাও চলে যায়!


শেষটা জানা হয়নি আর,তবে এর একটা বিহিত
অবশ্যই হওয়া দরকার!
নইলে যে জাত যাওয়ার আশঙ্কা থেকেই যায়!
সেক্ষে্ত্রে,জাতির দম্ভ ধূলিলুন্ঠিত হবে
হোক না জীবন মরণের প্রশ্ন....
শুধু রক্ত কেন ছাড় পাবে বিচার তারও হবে!


একটা প্রশ্ন তবু কুরে কুরে খায়....
ভুল বশত রক্ত যদি জাত খোয়ায়
মিশ্রিত রক্ত যার....তাকে কোন জাতের বলা যায়?