থাকনা দ্বিধা থাকনা দ্বন্দ্ব
মুঠোয় ভরে একটু ছন্দ,
চল না হারিয়ে যাই,
সত্যের পথে আলোর খোঁজে
কবিতায় ভেসে যাই!
সময় যে দামী,ঠিকানা আগামী
সুন্দর খুঁজি সে-আমি-তুমি,
মলিনতা ভুলে নতুনের টানে
আজ কবিতার চরণ নমি!
কবিতা যে বোঝে বিবেকের ভাষা
কবিতায় তবু বেঁচে থাকে আশা,
জাগবে জোনাকী চেতনার ঘরে
কোনো একদিন...এই অভিলাষা!
কান পেতে শোন ডাকছে কবিতা
বদলে হয়তো যাবেই ছবিটা,
মিথ্যেও যদি বাকি সব কিছু
চির সত্যি কলম ও কবিতা!