জানি শেষ হয়ে যাবে পথ
খুঁজে নিতে হবে অন্য পথের ঠিকানা,
চেনা পৃথিবী, চেনা শহর
শুধু নিজেকেই যেন কখনো লাগে যে অচেনা।
সময়ের স্রোতে ভেসে চলা দিন
কখনো বা ফিকে কখনো রঙিন
ঢেউ ভেঙে ভেঙে সাঁতরে চলেছি
কোন সে তীরের টানে,
অনেক দেখেছি শুনেছি তো কত
চলার নেশায় চলি অবিরত
শত চেষ্টায় আজও বুঝিনি
জীবনের ঠিক কী মানে।