"খোলো খোলো দ্বার"
রেখো না গো আর
অভিমানে প্রেম...আবডালে!
বসন্ত এসে দ্বারে...
চায় সে রাঙাতে তোমারে
মুঠোভরা সোহাগী গুলালে!
শিমূল পলাশে রাঙা
কুহু ডাকে ঘুমভাঙা
ফাগুনের নতুন সকালে!
কেন মিছে অভিমান
শোনো তার আহ্বান,
রঙিন ফাগুন প্রেম
জোটে না যে সবার কপালে!


কোথাও যে বসন্ত হিংসার কবলে...
আগুন ঝরা ফাগুনে ওরা
নিষ্পাপ রক্তে হোলি খেলে!
কোকিলের কুহুতান
মাতায় না তারে...
আকাশ বাতাস কাঁপে
শত শত নীরিহ চিৎকারে!


কৃষ্ণচূড়ার লালে রাঙা বসন্ত হাসে আজ
তোমারই বন্ধ দ্বারে,
দাও সাড়া দাও...ডেকে তারে নাও
দিও নাগো ঠেলে তাকে...দূরে!