কুয়াশা চাদর শীতের আদর
মিঠে নরম রোদ,
মিলিয়ে দিলাম আকাশ-নীলায়
একমুঠো অনুরোধ!
ঠিকানা আকাশ সীমানা বাতাস
পথের সাথী যারা,
কিরণে তোমার ঝরাও মমতা
ওরা উত্তাপ-হারা!
শব্দ সাজিয়ে কত আরও কত
লিখি যে কাব্যকথা,
কাব্যের ওপারে যারা বাস করে
সয়ে যায় শুধু ব্যথা!
আহা,উঁহু শীত!ওমা কীযে শীত
বলে পশমের ওম,
ওরা তবু সয় ছিন্ন কাঁথায়
সাক্ষী শুধু সোম!