হয়তো আমি কবিতাকে বুঝিনা
কবিতার মতো করে,
কবিতা ঠিক বোঝে আমায়
আমার মতো করে!
সাজাতে হয়তো পারি না ওকে
ওর মতো করে,
ও যে দিব্যি মুক্তো সাজায়
আমার স্বপ্ন সায়রে!


কতোটা প্রসারিত করলে দু'হাত
আগলে রাখা যায়...
মুহূর্তের আবেগ অনুভব,
কবিতাই শুধু বোঝে!
আবেগ জোয়ার উথলে উঠলে বুকে
তাইতো হারাই নিমেষে আমি...
কবিতার মাঝে!
আমার অধীর নয়ন শুধু
কবিতাকেই খোঁজে,
দুঃখ শুধু...সাজাতে হয়তো পারি না ওকে
কবিতার সাজে!


কান্না হাসি প্রেম ভালোবাসা
আমার ঝাপসা দু'চোখের ভাষা,
ধরা পড়ে শুধু কবিতার চোখে
বাঁধা পড়ে অভিলাষা!
দুঃখ শুধু...হয়তো কখনো পারিনা ছুঁতে
কবিতার প্রত্যাশা!


কবিতা তো ঠিক বোঝে আমায়
আমার মতো করে,
দুঃখ শুধু...হয়তো বুঝিনা কবিতাকে আমি
কবিতার মতো করে...!