পরস্পরের গায়ে কেবল
ইচ্ছেমতো ছুঁড়ছ কাদা,
ভাবছ তুমি করলে প্রমাণ
তুমিই হলে সবচেয়ে সাদা!
লক্ষ্য সবার আসনখানি
বুঝতে কি আর আছে বাকি,
কাজের আগে বিনয় ভারি
কাজ ফুরোলে স...বটা ফাঁকি!
বোকা ভেবে ভোলাও যাদের
তারাও বোধহয় সবই বোঝে,
মিথ্যে আশায় আলোর তরী
ভাসিয়ে তবু মুক্তো খোঁজে!
এমনি করে আর কতকাল
টিকবে তোমার রঙ্গমঞ্চ?
জ্বলবে আগুন বলছে কারা
কান পেতে কি তোমরা শুনছ?
শর্ত ভুলে স্বার্থ বিহীন
দশের কথা এবার ভাবো,
বুঝব যেদিন তুমিই সোনা
তোমার সাথেই পথ চলব!