যেন এ লড়াই কখনও শেষ হওয়ার নয়
তবু বর্ষা এসেছে নিয়ম করেই
শ্রাবণ ছুঁয়েছে মেঘ
সময় বড়ো কঠিন তবু অবাধ্য হয় আবেগ।
হয়তো বিলাসিতা তবু হাতছানি দেয় কবিতা।
সিক্ত পাতা আবছায়া কাচ
খেয়ালী মনে পুরোনো ধাঁচ....
"আজি ঝরঝর মুখর বাদল দিনে...."।
বৃষ্টি আছে জীবন আছে অনুভবে ভীষণ একা।
একটা জানালা...ও ধারে শ্রাবণ এ ধারে স্মৃতি,ফিরে দেখা।
পিছু ডাকে বর্ষা-বিকেল ঝরে পড়া কদম ফুল,
মনে পড়ে মায়ের শাসন বৃষ্টি ভিজে করতাম ভুল।
ওই যে ভিজছে শালিখ যুগল ওদের আছে অবাধ ডানা
নেই তো কোনো নিষেধ মানা,মানুষ কেবল বন্দী ঘরে
চার দেওয়ালে দিনলিপি এই তো এখন শেষ ঠিকানা!
কফি কাপে সিক্ত দিনের অবসান
জানি না কবে হবে আবার বর্ষা ছুঁয়ে দেখা,
বদলে যাওয়া সময় জুড়ে সবার মাঝে সবাই একা।
ইচ্ছেগুলো গুমরে মরে ডোবায় না পা হাঁটুজলে,
এই বরষায় ভিজছে চোখ আর পদ্মপাতায় জীবন দোলে!