দু'বেলা দু'মুঠো অন্ন
এই তো ছিল চাহিদা
তাতেই জীবন ধন্য!
এর বেশী হয়তো একটা মাটির ঘর
তাতেই নিত মানিয়ে গুছিয়ে
খুঁজে নিত ঈশ্বর!
জ্বলন্ত ক্ষুধার আগুন রক্তাক্ত পদতল
হাঁটছিল শত শত মাইল
অধীর চোখে দেখছিল পথ
অসহায় পরিবার,
ফিরিয়ে দিল পৃথিবী
কেড়ে নিল নূন্যতম বাঁচার অধিকার!
জন্মভূমি ডাকত তাকে পরিযায়ী নামে
শোধ হল সব ঋণ জীবনের দামে!