যদি গড়তে না পারো
তবু হাল ছেড়ো না,
যদি ভাঙতে না পারো
তবু ভেঙে পড়ো না!
হয়তো কখনো দু'চোখ জুড়ে
শুধুই ধূ ধূ প্রান্তর,
খুঁজলে তবু সবুজ দ্বীপ এক
জাগিয়ে রাখে অন্তর!
সত্যের হাতে হাত রেখে পথ
চলতে নেই তো ভয়,
আসুক বাধা উঠুক না ঝড়
থেকো তবু দুর্জয়!
রাত্রি দীঘল যদি করে ছল
সেখানেই শেষ নয়,
আঁধারের পরে স্নিগ্ধ ভোরে
সময় দীপ্তিময়!