"কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভ'রে"
কবিতারা ফিরে আসে ফাগুনের হাত ধরে!


ফাগুন মানে কৃষ্ণচূড়া ফাগুন মানে আগুন পলাশ
শিমূল-রাঙা পথের শেষে দিগন্তে প্রতিভাস!
ফাগুন মানে একমুঠো রঙ বলে দেয় না বলা
পাতাঝরার ক্লান্তি শেষে সতেজ হওয়ার পালা!
ফাগুন মানে মাতাল হাওয়া কোকিলের কুহুতান
মন ও প্রাণে রবীন্দ্রনাথ কন্ঠে গীতবিতান!
ফাগুন মানে রাঙামাটি বসন্ত উৎসব
প্রেম-প্রকৃতির আলিঙ্গনে মধুর কলরব!
ফাগুন মানে কৃষ্ণ-রাধা প্রেম-যমুনায় ডুব
ফাগের রঙে মনভোলানো নিসর্গ অপরূপ!
ফাগুন মানে রাত মায়াবী এক আকাশ জোছনা
নেই তো মানা অবাধ ডানা বন্ধ দ্বারে আর না!
ফাগুন মানে খোলা চিঠি শব্দে না বলা কথা
অনুরাগের ছোঁয়ায় ভোলা সেই পুরোনো ব্যথা!
ফাগুন মানে প্রত্যাশা আর দু'হাত বাড়িয়ে আর্তি
প্রতীক্ষার অবসানে চাওয়ার অধিক প্রাপ্তি!
ফাগুন মানে নতুন-পাতা গল্প শুরু আবার
নেই ভেদাভেদ রঙীন ফাগুন তোমার আমার সবার!


হৃদয় জুড়ে অনেকটা সে রাজত্ব তার মনে
বলছে অলি আজকে আবার...."ফাগুন লেগেছে বনে বনে...^!