বহু পথ ঘুরে ফিরেছি আবার
চেনা সে নিকোনো উঠোনে,
মাধবীলতার গন্ধে ম ম
মাটি ছুঁয়ে আছে বকুল শত
প্রকৃতির প্রাণ কোমল শিশুরা
ব্যস্ত পঠন পাঠনে।
ভেবে তো ছিলাম থাকব সুখে
রাজপথের ওই ঠিকানায়,
বুঝিনি তো আগে মেঠো পথ জুড়ে
বনছায়া তলে অচিন পাখিরা
ক্লান্ত পথিককে জীবনের গান শোনায়।
আলোছায়া খেলে মাটির আঁচলে
ভালোবাসা হাসে চোখের কাজলে
আলো ছুঁয়ে দেয় নতুন সূর্য
তিমির রাত্রি পোহালে।