কৃষ্ণচূড়ার ছায়ায় ছিল
নিত্য যাওয়া আসা,
নয়ন যুগল মিললে সেদিন
হারিয়ে যেত ভাষা!
হাতটি হাতে অনুভবে
উঠতো জোয়ার প্রাণে,
দূরে কোথাও মোহনবাঁশির
সুর ভাসতো কানে!
হৃদমাঝারে উথাল পাতাল
উঠতো প্রেমের ঢেউ,
সাক্ষী শুধু আকাশ বাতাস
দেখতো না আর কেউ!


কোন সে ভুলে যেদিন শুরু
অচেনা পথে হাঁটা,
কৃষ্ণচূড়ার লাল রঙেতে
সেদিন থেকেই ভাটা!
স্বপ্নহারা শূন্য শাখায়
ফুল হাসে না আর,
হারিয়েছে আজ মোহনবাঁশি
বন্ধ হৃদয় দ্বার!
অভিমানী আকাশ বাতাস
মুখ ফিরিয়ে রয়,
একলা ক্ষণে দুনয়নে
শ্রাবনধারা বয়!