বহুদূর থেকে তারাদের সাথে
কত কথা বলি নির্ঘুম রাতে,
ভাবি বসে মনে হাসিখুশি ওরা
সাবলীল কত সোনার আলোতে!


শীতল আলোর কোমল পরশে
ব্যথারও হাসে স্নিগ্ধ হরষে!
একলা সময়ে প্রশ্নের ভাঁজে
উত্তর খুঁজি তারাদের মাঝে!


মায়াবী সে রাতে ঝিকিমিকি তারা
আকাশের বুকে সদা হাসে ওরা!
ছড়ায় খুশি কত দুখী মনে
আশার কিরণ ছোঁয়ায় যে প্রাণে!


ভাবি কি কখনো কী আছে ওখানে
আলোর মোড়কে তারারা ষেখানে!
হাসি লেগে থাকে ওদের অধরে
অন্তরে ওরা জ্বলে পু়ড়ে মরে!