তুইও কি আর জানতিস পাখি
কোনো একদিন থমকে যাবে তোরও ডানা!
যেখানে শুরু সেখানেই শেষ...
অবাধ মনে বাঁধবে সীমা
নিয়মমাফিক নিষেধ মানা!
আর হবে না আকাশ ছোঁয়া
নীলের বুকে সুখের ওড়া,
তোর নামে লেখা চিঠির খামে
সাধ করে আর কেউ লিখবে না...
ঠিকানা...ভুবন জোড়া!


আর একটু যদি সাবধান হতিস...
একটু বেশি যত্ন নিতিস
ডানার 'পরে ভরসা যদি
মুহূর্তে তুই না হারাতিস,
পেরিয়ে যেতিস সকল বাধা
দৃঢ্ বিশ্বাস...তুইও পারতিস!