হঠাৎ দেখা...
পথের বাঁকে!
বললাম....
দেখা মিলল তাহলে
তুমি তো ধরা ছোঁয়ার বাইরে!


সুখ বলে....ভাই রে,
এই তোমাদের এক দোষ
সবেতেই আফসোস!
হৃদয়ের আলো জ্বেলে
আমায় কি খোঁজো?
তোমরা মানুষেরা...শুধু হিসেবটা বোঝো!
'ওই যে ওদের ঘরে সুখ সমাহার
সোনায় মোড়া কপাল যদি থাকতো আমার'
শুনতে চাও যে শুধু,সুখের হাহাকার!
কখনও বা যদিও তাকে অনুভবে পেলে
হিসেবটা কষে ঠিক,সুখের সংজ্ঞা দেবে বদলে!
দূর থেকে ভাবছ যাকে,ও যে পরম সুখী
কাছ থেকে দেখো যদি...সে যে মস্ত এক দুখী!
হয়তো ভাবছে সেও...
সুখ এখন....অন্য জীবনমুখী!
আকাশের পানে শুধু সুখ খুঁজে ফেরো
মাটি খুঁড়ে দেখো যদি...সে যে তোমারও!
আকাশ কি ছোঁয়া যায়?
যখন যেখানে যেভাবে খুশি
মাটিকে নিজের করে পাওয়া যায়!
সুখ পেতে চাও তোমরা নিজের মতো করে,
কখনও কি খুঁজেছ তাকে...তার মতো করে?


নিরুত্তর আমি....
হাঁটতে শুরু করলাম উত্তরের খোঁজে.
হৃদয়ের পথ ধরে...!