এ পথ, 'পথিক' হিসেবে
স্বীকৃতি দেবে না আমায়....
বট তো সেই চেনা
ছায়া তবু আন্তরিক নয়,
বেলা শেষে ক্লান্তির ঘাম
খুঁজে ফেরে আশা...
এক বুক নিরাশায়!


জানি না কেন এ পথেই মন...
অন্তহীন হেঁটে যেতে চায়!


বুঝতে পারি...
আমায় দেখে পাতার ফাঁকে
লুকিয়ে থাকে আলো,
জোনাক বলে...
আঁধার পথে জ্বালতে আলো
আমার বয়েই গেলো!


হৃদয় মনে আশার আলো
তবুও জোরালো...!


হাঁটতে পারি তবু অন্তহীন
হতে পারি আমি এ পথেই লীন,
পথিক প্রমাণ করব নিজেকে...?
আমার কাছে তা অর্থহীন!


হয়তো বা দেখা হবে নিজের সাথে
কোনো এক অস্তিত্বহীন সীমানায়...
যেখানে ঠিকানা হারানোর ভয়!
গোধূলির সিঁদুরে মেঘ যেখানে
অপরাহ্নের আলোকে...
বিদায় জানায়!


জানি না তো কীসের তাড়নায়
মন তবু এ পথেই,
অন্তহীন হেঁটে যেতে চায়...!