হে কবি...
মানবতার জন্য তোমার মস্ত আয়োজন
গড়তে হবে সুস্থ সমাজ...
সেতো ভীষণ প্রয়োজন!
থামবে না তো কলম তোমার
চলবে অনিবার...
মানব দরদী কবির নামে
করবে সবাই...জয় জয়কার!
সম্মানিত হবে তুমি সাহিত্য সম্মানে
ফিরল কি মানবতা...?
সে খবর কেউ কি জানে!
হয়তো বা বহাল তবিয়তে...
আছে যথাস্থানে!
হে কবি....
মানবতার জন্যে তোমার বিশাল আয়োজন
গড়তে হবে সুস্থ সমাজ....
আরও আরও আরও
প্রতিবাদী কলম প্রয়োজন!


সবাই মাতে তোমায় নিয়ে
দিয়েছ তুমি হৃদয় ছুঁয়ে...
সত্যি করে বলোতো কবি,
হারানো মানবতার কথা ভেবে
পোড়া সমাজে কাঁদে ক'জন...?


ধন্য তুমি কবি আর কবিতা তোমার
কান পাতলে শোনা যায় আজও...
মানবতার হাহাকার!
হারিয়ে চলে মানবতা
দূর থেকে বহুদূরে,
কাঁদে শুধু কবির কলম
তাকে ফিরিয়ে আনার তরে!


বুঝবে কি এ সমাজ কখনো
কবিকে কবির মতো করে....?



(কবি...কোনো ব্যক্তি বিশেষ নয়)