বিকৃত কামুকের হিংস্র কামনা  
নিস্তার পাবে না কেউ!
কন্যা শিশু,যুবতী, কিংবা বৃদ্ধা
নেই কোনো বাধ্যবাধকতা,
ওরা সবাই নারী..সেই তো শেষ কথা!
কামনা নিবৃত্তির শ্রেষ্ঠ উপায়...
তাকে কি ছাড়া যায়?
পাপী পিশাচের দল
বিকৃত কামনার বিষাক্ত ছোবলে
রক্তাক্ত করল শিশুটির নিষ্পাপ শৈশব!
তার শরীরে কি ছিল উত্তেজক পোশাক?
নাকি ছিল যৌন আবেদনের ডাক?
তবে কেন...
পৃথিবীর আলোময় রূপ উপলব্ধির আগেই
দেখল সে অন্ধকারের ভয়াবহ হিংস্র রূপ!
সেতো এও বোঝে না...কী ঘটে গেছে তার সাথে
সে শুধু জানে কিছু নোংরা কালো হাত
তার ফুলের মতো ছোট্ট কোমল নিষ্পাপ শরীর
রক্তাক্ত করেছে!


না!আমি ওদের পশু বলি না!
যতোদূর জানি...পশুরা তো নিয়মের কবলে
নিয়ম বহির্ভূত কাজ সাধারণত হয় না...
পশুদের দলে!
আমি ওদের পুরুষও বলি না....
পুরুষ মানে আমি বুঝি,
পিতার পরম স্নেহছায়ায় সুরক্ষিত জীবন
প্রেমিক বা স্বামীর ভালোবাসায় পূর্ণ নারীত্বের অনুভব....
ভাইয়ের ভালোবাসাপূর্ণ বাহুডোরে নিরাপত্তার
পূর্ণ প্রতিশ্রুতি!


মানি না ওদের পুরুষ বলে....
মানুষের মুখোশধারী কিছু নোংরা প্রাণী
লালচে নীল বিষ ছড়ায়...
নোংরা বিষাক্ত ছোবলে!
ভীষণরকম যন্ত্রণা...
মনে হচ্ছে যেন বিষমাখা ছুরিতে কেউ
হৃদয়ের সবচেয়ে নরম অংশে
আঘাত করছে প্রতিনিয়ত!


এ কোন সভ্যতা...
কেঁদে চলে অনিবার রক্তাক্ত মানবতা
দিকে দিকে শুধু হিংস্র কামনার নগ্নতা!
রক্ষক যখন ভক্ষক...
সমাজ নির্বাক দর্শক!


এ কোন দেশ?
কোন সমাজ?
যেখানে মানুষ বলতে নিজেকে...
কুন্ঠিত হৃদয়...অনুভবে শুধুই লাজ!


(কবিবন্ধুদের অনুরোধ...
এই লেখার জন্য কোনো বিশেষণ নয়...
শয়তান নোংরা প্রাণীগুলোর বিরুদ্ধে দুটো প্রতিবাদী বাক্য উচ্চারিত হোক!          
জানি,ক্ষুদ্র কলমের ক্ষুদ্র আঁচড়ে ফিরবে না চেতনা জাগবে না মানবতা...তবু চেষ্টা চালিয়ে তো যেতেই হবে !
অনেক ধন্যবাদ)