মিনিট বা ঘন্টায় নয়
একটা সময় এলো যখন
কড় গুনে আঙুলে...
দিনের হিসেবে অভ্যস্ত হলাম!
সময় তো সবসময়ই অন্যরকম বলে...
কিছুটা নিজ খেয়ালে,
কিছুটা কর্মফলে,
কদাচিৎ অক্ষরে মেলে!
শুরু হলো মাসের হিসেব...
এরপর বছর...এক দুই তিন....
না,এখন আর হিসেব রাখি না!
উত্তরের দিকে একটা জানালা আছে,
দূরে সারি সারি পর্ণমোচীতে সাজানো
একটা পথও আছে...কোথায় মেশে?
জানা নেই...!
শীতের পাতাঝরা উপভোগ করি
তাড়িয়ে তাড়িয়ে!
বসন্ত আসে...হয়তো অনেকটা রঙ নিয়েই আসে,
আমি এখন ঝাপসা দেখি চোখে!
আমার অনন্ত অবকাশ
দিন মাস বছরের হিসেব গুছিয়ে রাখে
উত্তরের সেই জানালায়...
বাড়ির অন্য ঘরগুলো থেকে বেশ কিছুটা
দূরত্বে, নির্জন অবহেলায়!
মুঠোবন্দী বিশ্বাস...ঠিক যতটা বন্দী করা যায়
তার চেয়েও কিছুটা বেশি,
সুদূরের ওই পথে...যদিও বা ঢাকে কুয়াশাতে
অনির্দিষ্টকালের পথ চাওয়াতেই....আমি এখন খুশি!